অপেক্ষা
সৌরভ ভট্টাচার্য
13 February 2019
না তো সময়
না স্বভাব
না তো আমি
সমঝোতা কে কার সাথে করবে?
...
না স্বভাব
না তো আমি
সমঝোতা কে কার সাথে করবে?
...
মুঠোফোন
সৌরভ ভট্টাচার্য
5 February 2019
আমি
আমার হাতে ধরা মুঠোফোন
...
আমার হাতে ধরা মুঠোফোন
...
মানুষের শব্দ
সৌরভ ভট্টাচার্য
4 February 2019
মানুষের ভিতর মানুষ পুড়লে শব্দ হয়
স্লোগান নয়
কান্না নয়
চীৎকার নয়
...
স্লোগান নয়
কান্না নয়
চীৎকার নয়
...
একটা নীল ডানা চিল
সৌরভ ভট্টাচার্য
31 January 2019
এবার নেমে পড়ো
ট্রাপিজটা দুলছে
হয়ত ছিঁড়ে পড়বে
...
ট্রাপিজটা দুলছে
হয়ত ছিঁড়ে পড়বে
...
তবু যাব
সৌরভ ভট্টাচার্য
30 January 2019
তুমি যতই অগোছালো করে রাখো
যতই কাদার উপর কাদার স্তূপ তৈরি করে বলো,
ওদিকে যেয়ো না ...
যতই কাদার উপর কাদার স্তূপ তৈরি করে বলো,
ওদিকে যেয়ো না ...
কুয়াশারা
সৌরভ ভট্টাচার্য
26 January 2019
যেন তুমি
তুমিই ছিলে চিরকাল
...
তুমিই ছিলে চিরকাল
...
যারা একে একে চলে যাচ্ছেন
সৌরভ ভট্টাচার্য
19 January 2019
একটা দাগ টানা থাকত
বাংলা অক্ষর সীমারেখা টেনে বলত,
ওই যে অতদূর ছিল চূড়া
...
বাংলা অক্ষর সীমারেখা টেনে বলত,
ওই যে অতদূর ছিল চূড়া
...
কক্ষপথ
সৌরভ ভট্টাচার্য
17 January 2019
ছিটকে গ্রহ সৃষ্টি হয়েছিল
কেউ কোনো কথা বলেনি
গ্রহপুঞ্জ দল বাঁধেনি,
কক্ষপথের বাধ্যতা মেনেছিল
ধূমকেতু প্রশ্ন করেছিল -
...
কেউ কোনো কথা বলেনি
গ্রহপুঞ্জ দল বাঁধেনি,
কক্ষপথের বাধ্যতা মেনেছিল
ধূমকেতু প্রশ্ন করেছিল -
...
খোলো
সৌরভ ভট্টাচার্য
15 January 2019
দুটো হাত মুঠো
বহুক্ষণ হল,
ঘাম জমছে
...
বহুক্ষণ হল,
ঘাম জমছে
...
নইলে যে
সৌরভ ভট্টাচার্য
14 January 2019
হয়ত তুমি ফুলের মরসুমে জম্মাও নি
গত মরসুমের কয়েকটা শুকনো পাপড়ি
প্রাণহীন কিছু শিকড়ই পেয়েছ হাতে
...
গত মরসুমের কয়েকটা শুকনো পাপড়ি
প্রাণহীন কিছু শিকড়ই পেয়েছ হাতে
...