সৌরভ ভট্টাচার্য
6 June 2019
কেউ বুঝতে পারে না
তারা গ্রহ নক্ষত্র
পাহাড় নদী জঙ্গল
তারা গ্রহ নক্ষত্র
পাহাড় নদী জঙ্গল
কেউ না
কেউ না
কেউ না
কেউ না
কেউ না
মগের হাতল
চটির রঙচটা বুক
স্মার্টফোনের আদুরে গা
চটির রঙচটা বুক
স্মার্টফোনের আদুরে গা
কেউ না
কেউ না
কেউ না
কেউ না
কেউ না
এমনকি রাতের শয্যায়
গায়ে হাত রেখে
ঘুমিয়ে থাকা
তুমিও না
গায়ে হাত রেখে
ঘুমিয়ে থাকা
তুমিও না
কেউ বুঝতে পারে না
একটা মানুষ একা হয়ে যাচ্ছে
একটা মানুষ একা হয়ে যাচ্ছে
বৃষ্টি আচ্ছন্ন দিনের
ঝিঁঝিঁপোকার সান্ধ্য একঘেয়ে ডাকের মত
ঝিঁঝিঁপোকার সান্ধ্য একঘেয়ে ডাকের মত
একা হয়ে যাচ্ছে
একা হয়ে যাচ্ছে
একা হয়ে যাচ্ছে
একা হয়ে যাচ্ছে
একা হয়ে যাচ্ছে