সৌরভ ভট্টাচার্য
4 May 2019
তুমি যখন তোমার বাগানে
রান্নাঘরের দেওয়াল বেয়ে ওঠা
বিনুনির মত, ফুলে ভর্তি, অপরাজিতা গাছটা দেখালে
মুগ্ধ হয়ে দেখলাম
রান্নাঘরের দেওয়াল বেয়ে ওঠা
বিনুনির মত, ফুলে ভর্তি, অপরাজিতা গাছটা দেখালে
মুগ্ধ হয়ে দেখলাম
তোমার দুচোখে নীলের আকাঙ্ক্ষা
ভালো লাগল
যখন তুমি তোমার বসার ঘরে বসতে বলে
তর্জনী দিয়ে ঘরের কোণে রাখা টবটা দেখালে,
বটগাছের বনসাই একটা
তর্জনী দিয়ে ঘরের কোণে রাখা টবটা দেখালে,
বটগাছের বনসাই একটা
থমকে গেলাম
তোমার দুচোখে
জ্বলজ্বলে লোভ দেখতে দেখতে
নরম সোফায় ডুবে যেতে লাগলাম
জ্বলজ্বলে লোভ দেখতে দেখতে
নরম সোফায় ডুবে যেতে লাগলাম
ভালো লাগল না