Skip to main content

আমার অস্তিত্ব

আমার অস্তিত্বকে

কোনো বিশ্বাস, কিম্বা মতবাদের কাছে বন্ধক রাখিনি


আমার অস্তিত্বকে

আমার সামনে হেঁটমুণ্ড করেও দাঁড় করিয়ে রাখিনি অনন্তকাল,

   ছুটি দিয়েছি
...

ওদিকে

অফিস থেকে ফিরে

মানুষটা কুয়ো থেকে জল তুলে

পা'টা ডলে ডলে ধুতো


তখন চারদিকে
...

স্লেট

তুমি স্লেট হাতে দিয়েছিলে

বলেছিলে,

“আমি যা লিখছি

তুমি হুবহু তাই লিখে যাও

আমি যা আঁকছি
...

আদর্শ মানব বলে কাউকেই তাই ডাকি না

আমি কোনো মানুষকে আমার আদর্শ মানুষ বলি না।

কেন বলব?

কেন তাকে তার সমস্ত অসম্পূর্ণতা থেকে বঞ্চিত করে,

তার সমস্ত ভুলগুলো থেকে সরিয়ে
...

বাঁশি

বাঁশি যে বাজায়,
আর বাঁশি যে শোনে,
তারাই কেবল জানে
  বাঁশির ছিদ্রগুলো ওর
...

কোনো মানে নেই

এই যে বিছানায় পাতা চাদরটা

লাল কালো রঙের চাকা চাকা ঘর

তার উপর কালো কালো লতাপাতা আঁকা

আসলে এদের কোনো মানে নেই
...

বিবেকের তোলাবাজি

ইউপি বলেই কি চুপ করে আছি?
প্রশ্নরাও তো কখনও কখনও ক্লীবের মত আচরণ করে।

বারবার নিজের বুকের দরজায় কড়া নেড়ে মরছি - কই গো ঘুমিয়ে পড়লে? মেয়েটার জিভ কেটে, চোখ উপড়ে মেরে ফেলল যে, ঘুমিয়ে পড়লে?
...

আজকাল এতটাই আত্মবিশ্বাসী আমরা

হতে চাইলে আদর্শ
হলে পাঁচিল,
  আমায় আকাশ, মাঠ কিচ্ছু দেখতে দিলে না

হতে চাইলে ভীষণ ঠিক, তুলাযন্ত্রের মত,
প্রতিপদে আমায় প্রমাণ করলে ভুল
...

একা দাঁড়িয়ে কাঁদতে শুনেছি

বুঝতে পেরেছি বলে ভালোবাসিনি
ভালোবেসেছি বলে বুঝতে চেয়েছি

কোনো কারণ আছে বলে পাশে থাকতে চাইনি
পাশে দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থাকার অজুহাত খুঁজে গিয়েছি

তুমি খুব সুন্দর - এ কথাটা মন পাব বলে বারবার
...

ঘুমন্ত

ভূত বলে কিছু হয় না।
সেই তো।
আপনি বিশ্বাস করেন?
না তো।
চলুন, গড়ের মাঠে হাওয়া খেয়ে আসা যাক।
কিন্তু ওদিকে এখন অনেক মানুষ তো?
...
Subscribe to কবিতা