Skip to main content
এত যত্ন। তবু চলে গেল। যেন তার না গিয়ে আর কোনো উপায় ছিল না।
অভিমান হল। দুঃখ হল। রাগ হল।
এত যত্ন, তবু যেতে হয়?
"হয় হয় হয়"
কে বলল?
এক মুঠো সরষে না পাওয়া,
সন্তান হারা মা ফিরে আসছে বুদ্ধের কাছে..
সে বলল

Category