সৌরভ ভট্টাচার্য
18 December 2020
সে বলল, অবশেষে সব অর্থহীন, নৈরাশ্যবাদী আমি।
বললাম, যে সমস্তকে নিরাশাময় করে তুলল কি এক আশায়, সে কে? সমস্তকে অর্থহীনতার অর্থে যে জানল, সেই বা কে?
সে বলল, তবু আমি শূন্যবাদী।
বললাম, শূন্যকে যে জানল, সেও কি শূন্য? অস্তিত্বহীন?
সে নীরব রইল।
আমি নীরব।
আমাদের নীরবতাকে যে অহরহ জানছে, বাতাস কানে কানে এসে বলল, সে কে?
আকাশ দিগন্তের প্রান্ত ছুঁয়ে বলল, সে কে?
ভ্রমর এসে বলল, সে বাঁশির সুর....কান পাতো.. কান পাতো...