সৌরভ ভট্টাচার্য
2 December 2020
উনি আমায় খড়ের গাদা দেখিয়ে বললেন, যাও এবার সুচ খোঁজো।
আমি বললাম, ভুল বুঝলেন, আমি বলেছিলাম সুখ।
উনি হাসলেন। বললেন, তুমি সুচ শুনলে বুঝি!
একি ঠাট্টা রে বাবা! কিছু বলতে যাচ্ছিলাম....উনি থামিয়ে বললেন,
"ওই সুচটা খোঁজো। পেলে একে তাকে না ফুটিয়ে, বুকের মধ্যে বিঁধিয়ে রেখো।"
বললাম, লাগবে যে! একি মশকরা আপনার! মালিক বলে কি যা নয় তাই করবেন? এই জন্যে একটা ইউনিয়ন দরকার।
তিনি আবার হাসলেন। বললেন, ও সুচ বিঁধলে লাগবে না...বিষবাষ্প বেরিয়ে যাবে....হালকা হবে...