সৌরভ ভট্টাচার্য
28 December 2020
ভালোবাসাকে বললাম, সাঁকো
ভালোবাসা দুলে উঠল
ভালোবাসাকে বললাম, আল
ভালোবাসা দুধার ছাপিয়ে ডুবে গেল
ভালোবাসাকে বললাম, আলো
ভালোবাসা চোখ ঝলসে পুড়িয়ে দিল
ভালোবাসাকে বললাম, বাতাস
সেকি ঝড়, সেকি ঝড়! সব তছনছ হয়ে গেল
ভালোবাসাকে বললাম, জল
সমস্ত ভেসে গেল বন্যায়, সর্বস্বান্ত করে গেল
ভালোবাসাকে বললাম, মাটি
ভালোবাসা পাথর হয়ে বুকের উপর চেপে বসল
ভালোবাসাকে বললাম, আকাশ
ভালোবাসা কি নিঃস্ব শূন্যতাকে ডেকে আনল
ভালোবাসাকে বললাম, ঈশ্বর
ভালোবাসা ঠোঁটের কোনে বাঁকা হেসে উধাও হল
ভালোবাসাকে বললাম, তুমি
ভালোবাসা একপাত্র বিষে
এক বিন্দু মধু দিয়ে বলল
গিলে ফেলো