সৌরভ ভট্টাচার্য
1 December 2020
ম্যাজিকটা আর নেই
বাকি সবই আছে
যা যা
যেমন যেমন
হওয়ার, চলার, ঘটার
সবই
হচ্ছে, চলছে, ঘটছে
তবু
চোখের ভিতর
বুকের ভিতর
হাসির ভিতর
সেই ম্যাজিকটা আর নেই
তুমিও কোথায় দাঁড়িয়ে গেলে
আমিও কোথায় হারিয়ে গেলাম
সময় শুধু বালির মত
আনাচে কানাচে জমছে
অভ্যাস পিছে অভ্যাস
হাঁটছে হাঁটছে হাঁটছে