Skip to main content

তুমি আসবে বলে

সব আগোছালো করে বসে ছিলাম,
তুমি আসবে বলে।

যা চাইবি

যা চাইবি, মনটাকে বড় করে চা,
নয় তো দেখবি,
যত বড় জিনিসই পাস,
হবে তুচ্ছ তোর ছোট মনের কাছে এসে।
...

চোখ

চোখ নিয়ে কবিতা অনেক পড়েছি,
গানেও শুনেছি।
বুঝলাম তোকে দেখে
আগুন কেমন বিনা শিখায় পোড়ায়।
পুড়ছি রোজ চুপ করে।

ভাবি তোর আসার পথ বন্ধ করে
বাঁচার পথ খুঁজি।
হয় না।
চোখ বুজেও যে চোখের দৃষ্টি বুকের কাছে বিঁধে, তার দাবি - সর্বনাশ!

নিরাসক্তি

সন্নাসী বক্তৃতা দিচ্ছেন-
সবার মধ্যে ঈশ্বরকে দেখার কথা,
নির্লোভত্বের কথা, ত্যাগের কথা, প্রেমের কথা
যা শাস্ত্রে বলেছে!
...

গোধূলী

সারা আকাশ জুড়ে রঙের কৌট
উল্টে ফেলে গেছে কোন দামাল ছেলে।

হলুদ, কমলা, লাল, ধূষর রঙের ছড়াছড়ি।
...

বোকাটা

নতুন পাঞ্জাবীটা পরার কথা অনেকেই বলল।
বলল,জন্মদিনে পরতে হয়, এটাই নিয়ম।

পারলাম না পরতে।
...

সে

যার আছে রে মন,
তার সবখানে।
যার নেই
...

খোঁজ

হতে পারে তুমি খুব চালাক,
তবু দেখেছি, সব শেষে
একটা অতি-চালাক মনও খোঁজে
...

খুব ঠিক

"আমি একজন মানুষকে চিনতাম। সে সারা জীবন একটাও ভুল করে নি।"

আচমকা

সারাটা গাছ বর্ষায় ভিজে
হাওয়ার সাথে খেলছে।
সামনের ছাদে তারে শুকোতে দেওয়া
সারি সারি কাপড়গুলো ভিজছে
স্কুল পালানো বাচ্চাদের মত।
...
Subscribe to