সৌরভ ভট্টাচার্য
21 January 2015
সারাক্ষণ আলোর দিকে তাকিয়ে থাকো
যেখানে আলো নেই সেখানে আমি
আমায় দেখবে কি করে?
তুমি হাত বাড়াও শুধু, আমি ধরে নেব
আমি অন্ধকারেও দেখি
অন্ধকারেরও একটা আলো থাকে
যে আলোতে থাকে সে টের পায় না
আমার হাত মুখ পা শরীর খুঁজো না
পাবে না
তুমি এগিয়ে এসো
অন্ধকারে ডুবলেই তুমি পাবে আমার গন্ধ
হয়তো পেতেও পারো আমার নূপুরের আওয়াজ
যদি চাও আমায়
না চাও যদি, থাক এসো না
শুধুই হোঁচট খাবে