সৌরভ ভট্টাচার্য
27 January 2015
১
==
অনেক কিছু বদলে গেছে
কিছুটা পাল্টেছি আমি
কিছুটা পাল্টেছো তুমি
আর কিছুটা পাল্টেছে সময়
২
==
গাছের শিকড় কি বুঝতে পারে
কখন বসন্ত এলো?
সে জানে বর্ষাকে
যখন সে পায় মাটির সোঁদা গন্ধ তার সারা গায়ে
৩
==
নীলাকাশকে বুকে জড়িয়ে দীঘির জল কেঁদে উঠল
বলল, আজ থেকে তুমি আমার শুধুই আমার
আকাশ কথা রাখল
বর্ষায় কালো মেঘে সারা আকাশ ছেয়ে
নেমে এল দীঘির বুকে অঝোর ধারে