Skip to main content

ওরা কাড়তে চাইছে
ছিনিয়ে নিতে চাইছে
সরিয়ে দিতে চাইছে

তুমি কি দেবে, ওদের-
কেড়ে নিতে?
ছিনিয়ে নিতে?
সরে যেতে?

দিয়ো না
উঠে দাঁড়াও
চারিদিকটা ভাল করে দেখো
টানো লক্ষণরেখা
নিজের জন্য না, ওদের জন্য
বলে দাও, যা অতিরিক্ত তাই দিতে পারি
রেখাটার বাইরে এসে যেন চায়
ভিতরে আসতে দিও না
এমনকি বন্ধুর বেশে আসলেও না
বোলো, আমি চিনতে পেরেছি
দেখবে ওরা সুড়সুড় করে পালাবে

Category