সৌরভ ভট্টাচার্য
21 January 2015
রাস্তায় দেখলাম অন্য মহিলা
সমস্ত যৌবন, দুই স্তন আর ক্ষীণ তনু
উন্মুক্ত করে প্রকাশ্য দিবালয়ে
পাগলী?
লোকে বলে তাই
রাস্তার চারিদিকে
ছুটন্ত ব্যস্ত বেহুঁশ মানুষ
পাগলীর দুহাত জোড়া ছেঁড়া কাপড়ের টুকরো
কাকে পরাবে?
ভেবেছিলাম বুদ্ধি বলবে-
কি নির্লজ্জ অবস্থা
বলতও হয়তো
কিন্তু তার আগেই বুকের ভিতর থেকে কে বলল-
তাকিয়ো না, আমার লজ্জায় মাথা হেঁট হয়ে আসছে