Skip to main content


আমার কান্নাগুলো এখনো জেগে আছে
ওরা ঘুমায় নি
কাছে গেলেই আমার কাঁধে হাত রেখে
জিজ্ঞাসা করে, কিছু বলবে?
আমি বলতে তো চাই অনেক কিছু
একটু হাসার চেষ্টা করি ওদের মুখের দিকে তাকিয়ে
তবু চোখ গড়িয়ে নামে জল, ঠোঁটের হাসি ছুঁয়েই
ওরা বলে, আবার এসো, আমরা আছি চিরকাল, ভয় নেই আমরা ঘুমাবো না
সবাই ফিরে গেলে এসো কাছে
তুমি ক্লান্ত হয়ে শুয়ো আমাদের ঘেঁষে
আরাম পাবে, বুকের অনেক জ্বালা নিভে যাবে আপনি
হৃদয়টাকে একরত্তিও বড় করতে পেরেছে কে কবে না কেঁদে?
শোকের থেকে জাগো
হৃদয়টাকে মেলো পাঁপড়ির মত
পরে ফিরে যেও সংসারে আবার হাসিমুখে

Category