Skip to main content

তোর জন্যে

আমার সারাটা আকাশ তোকে দিলাম
তুই ওড়।
আমার গোটা হৃদয় তোকে দিলাম
তুই ঘুমা।
আমার সবটা শক্তি তোকে দিলাম
...

কবীর দোঁহা

পাথর পড়ুক সে সুখের মাথায়, যে প্রভুর নাম ভুলিয়ে দেয়।
বলিহারি সে দু:খ কে, যে ক্ষণে ক্ষণে নাম স্মরায়।।

কবীর দোঁহা

মনই দিলে তো নিজের সব দিলে,
মনের সাথে শরীর।
দেওয়ার আর কি থাকে বাকি, সে কথাই বলে কবীর।।

অপূর্ণ

লোকটা দূরের দিকে তাকিয়ে চলত।
দেখল না পায়ের কাছেই ম্যানহোল ছিল।
সারা বছর শীতের পোষাক জমাল।
বুঝল না শীত পার হয়ে বসন্তও বিদায়ের পথে।

কবীর দোঁহা

সব ঘটে আমার প্রভু বসে, শূণ্য একটিও নয়।
বলিহারি সেই ঘটকে, যেথা প্রভু প্রকাশিত হয়।।

কবীর দোঁহা

সব ঘটে আমার প্রভু বসে, শূণ্য একটিও নয়।
বলিহারি সেই ঘটকে, যেথা প্রভু প্রকাশিত হয়।।

তোমার জন্যে

তোমার চোখে জল।
জানি মনে পড়ছে তোমার।

কবীর দোঁহা

পাপ পূণ্যের নাই শঙ্কা,স্বর্গ নরকে না যাই।
কবীর কহে শুন ভাই সাধু,যাব সেথায়, যেথায় আছি সদাই।।

কবীর দোঁহা

পাপ পূণ্যের নাই শঙ্কা,স্বর্গ নরকে না যাই।
কবীর কহে শুন ভাই সাধু,যাব সেথায়, যেথায় আছি সদাই।।

কবীর দোঁহা

তোর হৃদয়ে প্রভু বসে, তাই না দেখতে পাস।
হৃদ-মন্দিরে না যদি পেলি, পাথরে কি খুঁজে পাস।।
Subscribe to