Skip to main content
একটা মস্ত মাকড়সার মত ভুল
অনেকগুলো ছোট ভুলের জাল বিছিয়ে
মাঝখানে গ্যাঁট হয়ে বসে।
 
মাকড়সাটার নাম, 'আমি সব জানি'।.