Skip to main content
 

চারাগাছটা
আলোতে চোখ মেলল
বাতাসে দুহাত ছড়াল
তারপর মাথার উপর
নীলাকাশের দিকে তাকিয়ে
জিজ্ঞাসা করল-

"আমায় চেনো"?

আকাশ হেসে বলল,
"হ্যাঁ, মাটি বলেছিল, তুমি আসবে।"




(ছবিঃ সুমন দাস)