Skip to main content

তোমার দিকে তাকিয়ে থাকব সারাদিন-
এই ভেবে যেই চোখ খুলি,
কই! তুমি কোথায়?


সারাদিন এ পাড়া ও পাড়া খুঁজে ক্লান্ত হয়ে
সন্ধ্যেবেলা যেই বসলাম,
অমনি আমার বুকে এক খোঁচা
"সারাদিন কোথায় খুঁজছিলি বোকা?"