Skip to main content

কবিতা তো চোখের না গো


কবিতা তো চোখের না গো
     কানের
কান তখন শ্রবণ যন্ত্র না
  চোখের দোসর, 
           প্রাণের

আসলে কোনো কিছুরই কোনো নিয়ম নেই

আসলে কোনো কিছুরই কোনো নিয়ম নেই
এটা বুঝতে যতটা ভালোবাসা থাকা দরকার
             তা কই?

তবু সব কিছুরই একটা সময় আছে
যে ভালোবাসায় সে নিরুদ্বিগ্ন অপেক্ষা 
            সে কই?

শাসিত


এত অবাধ্য বলেই
ঘাসের শিকড়ে জমে রক্ত
নত হও
শান্ত রাখো দেশ
স্বাধীনতা মানে অধীনতা প্রসাদ
লাগাম টানো, হয়ে ওঠো রাজভক্ত

ফিরে যাও

ফিরে যাও
পিছনে না তাকালেও হবে

হয়ত লজ্জা পাব
   কুণ্ঠিত হব

নিজেকে সাজিয়ে


নিজেকে সাজিয়ে
   পরিপাটি করে আনা যেত

আনিনি

ঘাসের শিকড়
   মাটি ছাড়া করে তুলিনি

বাস্তবিক


বাস্তবিক দেরি হয়ে যায়নি
বাস্তবিক অম্লান বদনে কুয়াশায় হাঁটি
বাস্তবিক শ্যাওলা জমা নোঙর অভ্যাস এখন
বাস্তবিক ঈর্ষা আচ্ছন্ন কাঁটাঝোপ চারদিকে
বাস্তবিক সুখে আছি 
    কবিতারা পরিযায়ী পাখি 
বাস্তবিক অবিনশ্বর আত্মা আমাদের

চেতনা

ক্ষণভঙ্গুর চেতনা অন্ধকারের তীরে
               একা
                          শ্রী-হত

তুমি যদি ছুঁয়ে থাকো

তুমি যদি ছুঁয়ে থাকো
    হাতের সবকটা রেখা 
     তোমার গন্তব্যের সাথে জুড়ে দিতে পারি

তুমি আমার বিদ্বিষ্ট নও


তুমি আমার বিদ্বিষ্ট নও
তুমি বজ্র বিদারিত
    ক্লিষ্ট শূন্য গহ্বর।
আমার অভীষ্টের পথ বিদ্বিষরহিত, 
অস্তমিত সূর্য 
     তোমার রুদ্ধ চেতনার ভাষান্তর
Subscribe to উপপত্র