Skip to main content


শোনো,
তুমি জানলার ধার থেকে সরে দাঁড়াও,
                               প্লিজ

এই, এইখানটায় দাঁড়াও
       এই আলো-আঁধারিতে
আমি পর্দাটা আরেকটু টেনে দিই

এখন আমি তোমায় অনুভব করতে পারছি