Skip to main content

কঠিন না, অর্থহীন

তিনি সকালে উঠে, নিজে প্রেসারের ওষুধটা খেতেন। স্ত্রীকে দিতেন।

আকাশ

খাঁচা যদি না খুলে দাও

কেন যাবে?

কোনো কোনো চোখ বড় বিচ্ছিন্ন হয়

কে তুমি?

অন্তর্যামীকে জিজ্ঞাসা করেছিলাম

আজীবন

পরাশরবাবু সুখী হতে শিখেছিলেন। আজীবন।


কেউ নতুন ফ্রীজ কিনেছে শুনলে খুশী হতেন।


কেউ নতুন বাড়ি কিনেছে শুনলে খুশী হতেন।


কেউ নতুন চাকরি পেয়েছে শুনলে খুশী হতেন।


পরাশরবাবু খুশী হতে হতে সুখী হতেন। সুখী হতে হতে শান্ত হতেন।


প্রতিদিন একটা করে খুশীর খবরের অপেক্ষা করতেন।


যেদিন ছেলেটা জলে ডুবে মারা গেল

ভুল

যখন তুমি একটা পাখিকে খাঁচায় পোরো,

আসলে তো পাখিটাকে নয়,

তার অসহায়তাটাকে বন্দী করো


তার বন্দী প্রাণের ডাক


যা তুমি

  তোমার অহমিকার

    বন্দনা ভেবে

      ভুল করো

অনবরত

অনবরত যদি রাস্তা বদলালে

Subscribe to কবিতা