Skip to main content
jal

তুমি না হয় বহুবার

নিজের দুর্বলতার কাঁধে মাথা রেখে দেখেছ

 

সবল লাগেনি তো

 

তুমি বাছা বাছা কিছু শৌখিন মিথ্যা

নক্সাকাটা বাক্সে শরৎ-শীত-হেমন্ত যত্নে রেখেছ

 

প্রজাপতি কিম্বা মথ

   কোনোটাই হয়নি তো

 

তুমি তো বাষ্প নও

  পাথর, জল, মাটি

      কোনোটাই নও

 

এক অদ্বিতীয় মন বলে যাকে চিনেছ

সেও হাজার সুতোর জাল

         ছুঁয়ে দেখেছ তো

 

যে কোনোদিন কেটে বেরিয়ে আসতে পারো

   কখনও কখনও

       সজাগ দৃষ্টি এড়িয়ে

                     ভেবেছ তো

 

যদিও জানো,

   যে বেরিয়ে আসবে

     সে তুমি তো নও

 

আর যে আছে

    সেও কি তুমি?

 

এতগুলো শ্বাসপ্রশ্বাস বিকিয়েও

    জানো না তো

 

 

(ছবিঃ Debasish Bose)

Category