Skip to main content
debittwatukui jaay

যা কিছু ভুলেছি। তা হারাইনি তো।

যা কিছু হারিয়েছি। তাও ভুলিনি তো।

 

যা কিছু আছে। সে অধরাই তো।

যা কিছু গিয়েছে। সেও অতৃপ্তিই তো।

 

যা কিছু বলেছি। সে সত্যের মিথ্যা নকলই তো।

যা কিছু বলিনি। সেও সত্যের মিথ্যা অনুমানই তো।

 

(ছবি Debasish Bose)

Category