sumanasya
2 October 2023
ভালো থাকো
ইচ্ছামত থাকো
কিছু ইচ্ছা মুড়ে রেখে
পাঁজরে লুকিয়ে রেখো
নীড় আকাশে দ্বন্দ্ব রেখো না
ডানার ছন্দ, পায়ের ছন্দ
দুই ছন্দেই থাকো
ধ্রুপদে বাউলে
সাগরে পাহাড়ে
বিষাদে উৎসাহে
টুকরো হয়ো না
যা যায়, যা থাকে….
খবরদারি থাক
তুমি জীবন-আবেশে থেকো
ভালো থেকো
ইচ্ছামত থেকো
কিছু ইচ্ছা মুড়ে রেখে
চোখের পাতায় রেখো
(ছবিঃ Debasish Bose)