তাই
সৌরভ ভট্টাচার্য
27 November 2020
তুমিও দরদী সাজলে?
যে তুমি
ভিখারি আর বাউলের পার্থক্য বোঝো না?
এমনও হয়
নিজের রচিত শব্দের অভিনয়ে
...
যে তুমি
ভিখারি আর বাউলের পার্থক্য বোঝো না?
এমনও হয়
নিজের রচিত শব্দের অভিনয়ে
...
তুমি এলেই
সৌরভ ভট্টাচার্য
26 November 2020
তুমি এলেই রাণী আবার অভিমান ভুলে রাজার পাশে রাজসিংহাসনে বসে।
তুমি এলেই গ্রামে থাকা দরিদ্র ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর ঝোলা ভর্তি ভিক্ষা মেলে।
তুমি এলেই সব রাক্ষসীর প্রাণভোমরারা ঘুমিয়ে পড়ে।
তুমি এলেই সব রাজপুত্ররা যুদ্ধ জিতে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা নিয়ে বাড়ি ফেরে।
...
তুমি এলেই গ্রামে থাকা দরিদ্র ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর ঝোলা ভর্তি ভিক্ষা মেলে।
তুমি এলেই সব রাক্ষসীর প্রাণভোমরারা ঘুমিয়ে পড়ে।
তুমি এলেই সব রাজপুত্ররা যুদ্ধ জিতে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা নিয়ে বাড়ি ফেরে।
...
এমনও তো নয়
সৌরভ ভট্টাচার্য
26 November 2020
আমি তাকাব না
তোমার চোখের দিকে
সরাসরি
এমন কোনো কথা বলব না
যা দরকারি
কিম্বা অদরকারি
...
তোমার চোখের দিকে
সরাসরি
এমন কোনো কথা বলব না
যা দরকারি
কিম্বা অদরকারি
...
ভুল চাওয়া
সৌরভ ভট্টাচার্য
24 November 2020
চাইলে শান্তি
অথচ শান্ত থাকতে শিখলে না
চাইলে প্রেম
অথচ ভালোবাসাকে শর্তমুক্তি করলে না
চাইলে জীবন
...
অথচ শান্ত থাকতে শিখলে না
চাইলে প্রেম
অথচ ভালোবাসাকে শর্তমুক্তি করলে না
চাইলে জীবন
...
আদতে
সৌরভ ভট্টাচার্য
23 November 2020
নৈকট্যের আশ্বাস
আদতে তো বিশ্বাস
নইলে উকুন কৃমিও তো
কত কাছাকাছি থাকে
তা যদি না হয়
...
আদতে তো বিশ্বাস
নইলে উকুন কৃমিও তো
কত কাছাকাছি থাকে
তা যদি না হয়
...
শান্তিকাব্য
সৌরভ ভট্টাচার্য
20 November 2020
জানলাটা খুলতে পারি
নাও পারি
সে আমার ইচ্ছা
জানলাটা খুললে যদি
...
নাও পারি
সে আমার ইচ্ছা
জানলাটা খুললে যদি
...
সে ও অ্যালজাইমার
সৌরভ ভট্টাচার্য
20 November 2020
সেদিনও ডাল উথলে উনুন নেভাত
সেদিনও ভাতের ফ্যান উথলে স্টোভ নেভাত
সেদিনও দুধ উথলে গ্যাস নিভিয়ে
চুড়ির রিনিঝিনি শব্দে আতঙ্কিত দৌড় লাগাত
...
সেদিনও ভাতের ফ্যান উথলে স্টোভ নেভাত
সেদিনও দুধ উথলে গ্যাস নিভিয়ে
চুড়ির রিনিঝিনি শব্দে আতঙ্কিত দৌড় লাগাত
...
যে হিসাব রাখত
সৌরভ ভট্টাচার্য
18 November 2020
কিছু সুখ উত্তরাধিকারসূত্রে পেলাম
কিছু সুখ দিল সময়
কিছু সুখ দিল
মানুষ। প্রকৃতি। আকাশ।
...
কিছু সুখ দিল সময়
কিছু সুখ দিল
মানুষ। প্রকৃতি। আকাশ।
...
প্রতিবেশী
সৌরভ ভট্টাচার্য
18 November 2020
সবাই জানে বিশুদার চায়ের দোকানে যে খোঁচা খোঁচা দাড়ি মানুষটা খালি গায়ে, চেকচেক লুঙ্গি পরে খবরের কাগজ পড়ে রোজ সকালে - সে আসলে ঈশ্বরের প্রতিবেশী।
এ ও সে মাঝে মাঝে পুরোনো খবরের কাগজ নিয়ে আসে, লোকটার পাশে বসে, ফিসফিস করে প্রশ্ন করে লোকটার কানে কানে।
কেউ বলে, ঈশ্বরের বাড়ির বাগান কি আকাশে ছুঁয়ে থাকে?
...
এ ও সে মাঝে মাঝে পুরোনো খবরের কাগজ নিয়ে আসে, লোকটার পাশে বসে, ফিসফিস করে প্রশ্ন করে লোকটার কানে কানে।
কেউ বলে, ঈশ্বরের বাড়ির বাগান কি আকাশে ছুঁয়ে থাকে?
...
তোমায় এইবারের মত ক্ষমা করা হয়েছে বলে
সৌরভ ভট্টাচার্য
23 October 2020
আরেকবার যদি ঘুরে দাঁড়াই
আরেকবার যদি বলি,
আবার প্রথম থেকে শুরু করি
আরেকবার যদি মাটি ছুঁয়ে
...
আরেকবার যদি বলি,
আবার প্রথম থেকে শুরু করি
আরেকবার যদি মাটি ছুঁয়ে
...