Skip to main content

যে নামের মাহাত্ম্য
   প্রাচীন ঋষিচিত্ত উপলব্ধিগামী
      আত্মার মুক্তিহেতু জপিবারে 
           আছিল বিধান

যে নামের মাহাত্ম্য কথা
   শুক, বাল্মীকি, চৈতন্য
      ত্যাগরাজ, কবীর
          নানক, রামকৃষ্ণ 
              শতমুখে করিল গুণগান

আজি দেখি
  সে নাম ভোটভিক্ষা মাগি
    মঞ্চে মঞ্চে
      মিছিলে মিছিলে
   আপন মাহাত্ম্য ভুলি
         ভ্রমিছে ম্রিয়মাণ 

হায় রে দুর্দৈব
   অধ্যাত্ম জগত বুঝি 
       সার্থক করে আপনায়
           রাজ সিংহাসনে ?
পড়ি দেখ মূঢ়
   কোথা শ্রীরামচন্দ্রের বাসস্থান

কহিছেন তুলসীদাস 
   রামচরিতমানসে
পাষাণ পিঞ্জরে প্রভু
    নহে তব আসন
যে ভক্ত বৈরিহীন
    শান্ত মুক্ত উদার
      সরল কপটতাহীন
    তাহার চিত্তপদ্মে রহে রাম
        পিয়ে অহরহ ভক্তিসুধাপান

সীতারামময় সর্ব জগৎ যে না দেখে
ভণ্ড ভক্ত সে, সর্বত্র হেরে কেবল 
             আপন অহমিকাকে
 স্মরি এ তুলসীদাস বাণী, বলি শোন
নানা বৈচিত্রমতে নানা সাধনে
    বিশ্বপিতা ভারতে রাখিল যদি এত যুগধরি
কি স্পর্ধায় আপন ক্ষুদ্রমতে
         লইতে চাহ ভ্রমের পাঁচিল তুলি
                 তাহে পুনরায় গড়ি?

Category