Skip to main content

অল্প অল্প সুখ। অল্প অল্প ক্ষোভ। অল্প অল্প সাধ। অল্প অল্প স্বপ্ন। অল্প অল্প রাগ। অল্প অল্প প্রতিশোধস্পৃহা। অল্প অল্প অসহায়তা। অল্প অল্প বিষণ্ণতা। অল্প অল্প মহত্ব।

এরপর একটা অবশ্যম্ভাবী মৃত্যু।

যে একটা হড়পা বানের প্রত্যাশায় দিন কাটায়
অল্প অল্প ধিকি ধিকি রাগ-বিরক্তি সহ্য করতে করতে
সেও উঠোনে দু এক পশলার বৃষ্টির
        এমনকি শুধুমাত্র পায়ের পাতা ডোবা জল জমলে

নিজের হাতে বানানো
   কাগজের নৌকা ভাসিয়ে বলে
        “আর কি চাই, এই তো জীবন”!

Category