Skip to main content

মুক্ত

সরে যাও।
আমি বাইরে যাব।
একাই যাব।
আমার কান্নাগুলোকে ছড়িয়ে আসি ক্ষেতে।
ভয়গুলোকে পুড়িয়ে আসি নেড়াপোড়ার মত।
আমি একলাই যাব।
...

চাঁদ ও কিছু প্রশ্ন

ছাদে বসে আছি একলা। সন্ধ্যেবেলা।
পূবাকাশে উঠল একলা চাঁদ।

পূর্ণ চাঁদ।

মনে হল সঙ্গী পেলাম। তাকালাম হেসে। সেও তাকাল প্রসন্ন মুখে। জানতে চাইলাম, "ব্যস্ত? কিছু কথা বলা যাবে?"
সে নীরবে জানাল সম্মতি।
"জান, একটা কথা তোমাকে দেখলেই মনে হয়।
...

নিজেকে

কেমন আছো?
ফেসবুকে না, ওয়াটস অ্যাপে না।

সরলভাবে

এত আয়োজন কেন?
সরিয়ে ফেল এ আবর্জনা।

লোভ

আমি না, আমার লোভ তোকে কে পর করেছে।
তাকে সরালে এখোনো আমি তোকে স্পষ্ট দেখি।

শেষ চাওয়া

একটা সেতু বানিয়ে দাও
আমি এপার থেকে ওপারে যাব

অতীত ও বর্তমান

যাবার কথা অনেক আগেই জানতাম।
প্রস্তুতও ছিলাম।

এতএব

ও রোজই আসে আমার বাড়ি।
রোজই যখন যায়-
বলতেই পারি, "আর ফিরো না"।
পারি না বলতে।
বলি, এসো।
...

প্রভু ও ভক্ত

তুমি বললে, দুঃখ আছে।
আমি বললাম, জানি।
তুমি বললে, মুক্তিও আছে।
আমি বললাম, হয় তো।
তুমি বললে, যাবে?
...
Subscribe to