Skip to main content
তুমি ভাবো চাইলেই ভালবাসতে পার
যাকে খুশী
       যখন খুশী
               যেমন খুশী।
 
বোকা তুমি
        চাইলেই ভালবাসা যায় না
                ভালবাসার ভাণই করা যায় শুধু।
 
জানো তুমিও
        মানতে চাও না
                ভাবো, ভাণটাই তো বেশ।
 
 
এতটাই অহংকার তোমার!