সৌরভ ভট্টাচার্য
11 September 2014
তোর সাথে যখন কথা বলি
তখন কথার তলার কথা গুলোও বাইরে বেরিয়ে আসে
যাদের অনেককেই আমি চিনি না
ওরা যে এত ভারী করে রেখেছিল বুকটার এত নীচের তলা, জানতাম না
তখন কথার তলার কথা গুলোও বাইরে বেরিয়ে আসে
যাদের অনেককেই আমি চিনি না
ওরা যে এত ভারী করে রেখেছিল বুকটার এত নীচের তলা, জানতাম না
বুঝলাম তোর সাথে কথা বলার পর।
হঠাৎ যখন টের পেলাম
আমার বুকের তলায় আছে আরেকটা বুক,
অনেক কথা জমে সেটা পাথর হয়েছিল
অহল্যার মত,
তোর ছোঁয়ায় প্রাণ পেল।
হঠাৎ যখন টের পেলাম
আমার বুকের তলায় আছে আরেকটা বুক,
অনেক কথা জমে সেটা পাথর হয়েছিল
অহল্যার মত,
তোর ছোঁয়ায় প্রাণ পেল।
আমি ভাল আছি এখন।