Skip to main content

আমার গায়ের পোড়া গন্ধ
                            তাও ভালবাসিস!
কি করে যে পারিস রে
                        তুই কি করে যে পারিস?
আমার- পোড়া আশা, পোড়া ভাষা
                        পোড়া চোখের দৃষ্টি
জুড়িয়ে গেল যখন পেল
                        তোর বাদলের বৃষ্টি।
যার সাথে ঘর বেঁধেছিলাম
                        সে নিজেই দিল আগুন
আমি পুড়লাম, ঘর পুড়ল
                        সেদিন বাইরে ছিল ফাগুন।
ফাগুনে তাই ভয় রে আমার
                        তোর বর্ষাই ভাল
ভাসি-বাঁচি, ভয় নেই তায়
                        থাকনা মেঘের কালো।
জল থই থই, জল থই থই
                        বর্ষা আঁধার রাত
আর কিছু না, আর কিছু না
                        তোর দুখানি হাত।
সেই রে আমার জীবন মরণ
                        আমার শান্তি নীড়
দখিন হাওয়া সজল হয়ে
                        তোর চোখেতেই স্থির।
অনেক আছে গলদ আমার
                        সে সব কথা থাক
লোকে যতই মন্দ বলুক
                        তবু তোর প্রশ্রয় পাক।

 

Category