Skip to main content

ভারত সংস্কৃতি

একটা দুর্দান্ত বই পেলাম কাল, 'ভারতসংস্কৃতি', সুনীতিবাবুর। 'গোঁসাই তুলসীদাস' প্রবন্ধে একটা জায়গায় লিখছেন, "বড়ো কবি, বিশ্বজনের মনের আনন্দ যিনি যোগান, তাঁর রচনা যে -কোনও ভাষায় অনূদিত হ'তে পারে;

কোথাও পৌঁছানোর কি দরকার?

দম্ভ প্রকাশের। গর্ব অনুভবের। এই দুইয়ের মধ্যে কিঞ্চিৎ ফাঁকা স্থান আছে। পাহাড়ী রাস্তার মত সরু।

কাকে ক্ষুদ্রতা বলি?

মিথ্যাকথা তত কষ্ট দেয় না, যতটা দেয় ক্ষুদ্রতা। কোনো কাজের পিছনে যখন দেখি অত্যন্ত ক্ষুদ্র বুদ্ধি, যাকে রামকৃষ্ণদেব বলতেন হীনবুদ্ধি। 

ফিসফিস

একটাও শব্দ কোরো না
চুপচাপ এসো

সুহৃদং সর্বভূতেষু

বসবার জন্য একটা নরম গদি পাতি চেয়ারে। শোয়ার জন্য নরম গদি পাতি খাটে। পোশাক কেনার সময়েও দেখি - soft তো?

পাগল

মাছের বাজার। সব্জী বাজার। মুদির দোকান।
     কোথাও যান না। শুধু চাষের জমি খুঁজে বেড়ান।
  কে যেন বলে গেছে - চাষবাস আরো বাড়ানো চাই
  সেদিন ভোরে উনি চাষের ক্ষেতে

মেঘ

সেই চেনা সরষে ক্ষেত দেখে এলাম
      জ্যোৎস্নায় ভিজে চুপচুপে

ডাকলাম। কেউ সাড়া দিল না।

  জিভ কাটলাম মনে মনে
খেয়াল করিনি মেঘ ছেঁড়া চাঁদ ওদের মাঝখানে

   আমিও তো সাড়া দিই না অন্যের ডাকে,
     যখন ব্যস্ততার মেঘ ছেঁড়া তোমার চোখ
       আমার চোখের সামনে

Subscribe to