এই তো সেদিন
এই তো সেদিন
মঠে এসে রাত কাটালেন
সবাই বলল,
ফকিরি নাকি ওঁর স্বভাবে
কি করিব ভাবি
ত্যাজিলাম সব কিছু
জনসেবা লাগি
এবে জনগণ ত্যাজে যদি
কি করিব ভাবি
আগুনে পোড়ে না
আগুনে পোড়ে না
ইমন, মল্লার, বসন্ত, কাফি
আগুনে পোড়ে না
সুরধারা আদি-অন্তহীন
কালের আগুনে ছাই না হওয়া
সেই সে সুর
জানো না তোমরা
আগুনে পোড়ে না
আলাউদ্দিন!
আততায়ী তো তুমিও
আততায়ী তো তুমিও।
যখন অন্ধবিশ্বাস আর কুসংস্কারের আঘাতে নিজের শুভবুদ্ধিকে হত্যা করে বলো, সমাজকে জিতিয়ে দিলাম।
সমাজ বলতে বদ্ধ জলাশয় বোঝো, চিত্ত এমনই অসাড় তোমার।
বড় অভিমানী
একদম মগডালে
কিছু সময় তো
মানুষ সুখী হয় কিসে
মানুষ সুখী হয় কিসে?
সুখ পেয়ে
না দুঃখ দিয়ে?
মানুষ দুঃখী হয় কিসে?
দুঃখ পেয়ে
না সুখ দেখে?
সবই রঙের কারচুপি
তুমি তো কপট নও
তুমি তো বহুরূপী
অভিনেতা কি প্রতিশ্রুতি দেয়?
কি যে বলো!
সবই রঙের কারচুপি
মতিগতি
লঙ্কা মাখা আঙুল
জিহ্বা স্পর্শে ক্ষতি কি সেমতি?
চ্ক্ষু স্পর্শে হইবেক যেমতি?
ধর্ম করিলে স্পর্শ রাজনীতি
কোন খাতে বহিবে মতিগতি?
একটা মরুভূমি দাও
আমায় শুধু একটা বিস্তীর্ণ মরুভূমি দাও
যেখানে কোনো ফুলের যত্ন নিতে হয় না
যেখানে কোনো নদীর জোয়ারভাটার হিসাব রাখতে হয় না
যেখানে হঠাৎ হারিয়ে যাই যদি
কোনো নাম ঠিকানা লেখা কাগজ
হাওয়ায় উড়ে বেড়ায় না