সৌরভ ভট্টাচার্য
5 May 2021
শুধু জ্বলন্ত শ্মশান তো নয়
শুধু মৃত্যুর সংখ্যাও তো নয়
লড়াই চলছে
কেউ গলা উঁচিয়ে
শিরা ফুলিয়ে
মুষ্টি বাগিয়ে বলুক
খবরের কাগজে
প্রথম পাতায় বলুক
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
লড়াই চলছে
লড়াই চলছে
লড়াই চলছে
না হোক সেটা ব্রেকিং নিউজ
তবু সবাই জানুক লড়াই চলছে
একটা ভীষণ লড়াই চলছে