Skip to main content

থাকা-না-থাকা

কিছু শব্দ কানে এসে পৌঁছাতে পারে না
কিছু রঙ রেটিনা ধরতে পারে না
কিছু ছোঁয়া চামড়া বুঝতে পারে না
...

উত্তরসূরী

স্নায়ুগুলো একই রাস্তায় চলতে চলতে
ক্লান্ত একঘেঁয়ে রেল লাইনের মত
পুরো চোখ মেলে তাকাই না আগের মত
...

প্রমাদ

একটা ঝড় অনেক্ষণ ধরে
দরজার কাছে ঘুরঘুর করছে
আমি দেখেও না দেখার ভাণ করে আছি
...

সেই ছেলেটা

ছেলেটা হৃদয়ের প্রায় পুরোটাই বন্ধক দিয়ে
এদেশে এল,
এল মানে, আসতে বাধ্য হল।
...

মায়াবিনী

তুমি জাল বিছিয়ে বসে থাকো,
তোমায় শুধু না, তোমাদের মত অনেককে আমি চিনি।
...

গোড়া থেকেই

অবসাদ মৃত্যুকে কাছে ডাকে তাকে পরিত্রাতা ভেবে
তাতে কি সত্যিই হয় কিছু?
অকারণে অসময়ে যাওয়ার কথা ভাবব নাকি
সব কিছু গোড়া থেকে উপড়ে দেব?
...

বহমান অফুরান

ঘন সবুজ পাতাগুলোর ওপর চিকচিক করছে সকালের রোদ
সারা আকাশ নীল নীল আর শুধুই নীল
উড়ে বেড়াচ্ছে কয়েকটা সাদা বক
ডানাগুলো যেন মোৎসার্টের সিম্ফনির মত কোমল
...

মনের ওদিকে

মন একটা মস্ত পাহাড়
তার পূব দিকের নীচে আমি থাকি
এদিকে চিন্তার জঙ্গল, ভাবের ঝরণা
ওদিকে কি, জানি না
...

গুটিগুলো

তুমি খেলতে জানো?
জানো না! কি বোকা!

তুমি ইচ্ছা করে হারতে জানো?
...

রাজপথ

অনেকদিন গলিপথে হেঁটেছি
এ গলি সে গলি দিয়ে হাঁটতে হাঁটতে
মনে হয়েছে, এই গলিটাই বুঝি রাজপথ!
...
Subscribe to কবিতা