সৌরভ ভট্টাচার্য
26 December 2014
আমার চোখের থেকে দুটো চোখ নেমে
তোমার সাথে সাথে ঘোরে
তোমার গায়ের গন্ধ তোমার শরীর থেকে নেমে
আমার সাথে সাথে ফেরে
আমার বুকের থেকে এক সমুদ্র চাওয়া
তোমার আগে আগে চলে
তোমার মুখের থেকে না বলা একটা কথা
আমার কানে কানে কি বলে
আমার জীবন ছুটে মরণ
তোমার পায়ের ভাঁজে আটকে
তোমার ঠোঁটের রাঙা বরণ
আমার শ্বাস প্রশ্বাসে থমকে