Skip to main content

 

আমার চোখের থেকে দুটো চোখ নেমে
তোমার সাথে সাথে ঘোরে

তোমার গায়ের গন্ধ তোমার শরীর থেকে নেমে
আমার সাথে সাথে ফেরে

আমার বুকের থেকে এক সমুদ্র চাওয়া
তোমার আগে আগে চলে

তোমার মুখের থেকে না বলা একটা কথা
আমার কানে কানে কি বলে

আমার জীবন ছুটে মরণ
         তোমার পায়ের ভাঁজে আটকে

তোমার ঠোঁটের রাঙা বরণ
         আমার শ্বাস প্রশ্বাসে থমকে

 

Category