Skip to main content
 
 
আমার বারবার মনে হয়েছে
'মা' কখনো ব্যক্তিগত হন না

রাস্তায় ঘাটে দোকানে ট্রেনে বাসে
যখনই কেউ 'মা' বলে ডেকেছে
আমি ফিরে তাকিয়েছি সেই মায়ের চোখে
যে চোখে তিনি তাঁর সন্তানের ডাকে সাড়া দেন
একমাত্র মায়ের চোখই সাড়া দেয় কণ্ঠস্বরের আগে
সে চোখে দেখেছি আমারও মায়ের চোখ
শুধু সন্তানটি আলাদা, অন্য কেউ, আমি নই

তাই মনে হয়
মা কখনো ব্যক্তিগত হন না
মা একটি সত্তা
একটি সার্বজনীন সত্তা
 
 

(ছবিঃ ইন্টারনেটের সৌজন্যে প্রাপ্ত)

Category