সৌরভ ভট্টাচার্য
23 December 2014
ওয়েটিং রুমে অনেকক্ষণ ধরে বসে আছি
কখনো শুচ্ছি, কখনো জাগছি
আবার বসছি।
অনেকে আসছে- যাচ্ছে
পরিচয় হচ্ছে কারোর কারোর সাথে
আবার হচ্ছে নাও অনেকের সাথে
বসে থাকতে থাকতে মনে হতে শুরু করেছে-
এ টেবিল চেয়ারগুলো আমার
পাখা লাইট দেওয়াল ছাদ সব আমার
ঝগড়াও করেছি এর ওর সাথে
ওয়েটিং রুমে কার কতটা জায়গার অধিকার নিয়ে
কখনো জিতেছি, হেরেছিও অনেকবার
চমকে উঠেছি রাতের ট্রেনের শব্দে!
টাইম টেবিলটা হারিয়েছি
জানি না কটায় আমার ট্রেন
অনেক খুঁজেছি
কারোর কাছেই নেই
শুধু জানি ট্রেনটা আসবেই, সময় না জানলেও।