Skip to main content

দেখতে দেখতে সময় গেল

দেখতে দেখতে সময় গেল
   নজরবন্দী স্মৃতি
এপার ওপার দুই ঝাপসা
   মাঝে মরণ বীথি


(ছবিঃ সুমন)

পথিক মনে রাখে না

পথিক মনে রাখে না
পথ মনে রাখে
কিছু ধুলোর তবু মন খারাপ...
ফেরার পথ চেয়ে থাকে

(ছবিঃ প্রদীপ্ত নন্দী)

বিশ্বাস জন্ম দেয় অনুভবের

বিশ্বাস জন্ম দেয় অনুভবের
    অনুভবের বুকে জন্মায় বোধ
 বোধের আলোয় অঙ্কুরিত প্রেম
       প্রেমের কুঁড়িতে ফোটে জীবন

[ছবিঃ প্রীতম পাল]
[এদিতঃ সুমন]

এই তো জীবন

এই তো জীবন
   নিবিড় অন্ধকারে
এক টুকরো আলোকিত কোন

  এই তো জীবন


(ছবিঃ সমীরণ নন্দী)

সেজো না

সেজো না। আগেও বলেছি তো।
   এসো অনাড়ম্বরে
   তুমি আমার প্রতিদিনের,
           বিশেষ দিনের নও তো!

 

এক আমি গড়ছে ভাঙছে

এক আমি গড়ছে ভাঙছে
   আরেক আমি দেখছে
দুই আমিকেই বিশ্ব আমি
   নীরব চোখে দেখছে

একটা ছোট প্রাণ

একটা ছোট প্রাণ
   চেতনার আদি জয়তোরণ
মাটির সব জড়ত্ব ভেঙে
        প্রাণের স্বপন উন্মোচন

(ছবিঃ দেবাশীষ বোস)

তুমি আসবে

তুমি আসবে
  আমি বোঝার আগেই জানি
আকাশে বাতাসে
   সবুজে নীলেতে শোনোনি কানাকানি?

(ছবিঃ দেবাশিষ বোস)

গভীর ক'টা শব্দ

গভীর ক'টা শব্দ
  বুকে নোঙর গেঁথে ছিল
সন্ধ্যাকাশ মন রাঙিয়ে
     তারে ভাসিয়ে দিয়ে গেল

(ছবিঃ প্রীতম পাল)

প্রতিফলন

তুমি প্রতিফলন নাকি আমি?
  মাঝে মাঝেই গুলিয়ে ফেলি
      আমার আমিতে তুমি
    নাকি তোমার আমিতে আমি

 

Subscribe to বিন্দু