Skip to main content

ঢাক

যার ঢাকের কাঠিতে তোমার প্রাণ দুলছে
যার বানানো প্যান্ডেলের তলায় তুমি বসে
যার কাঁসর, কাড়া-নাকাড়া তোমায় নাচায়
...

অধিকার

তখন ক্লাস ফোরে পড়ি
পূজোর দিন কয়েক বাকি।
মা ডাকলেন শোয়ার ঘরে
বললেন, তোমার যে ঘনিষ্ঠ বন্ধু
তার বাবার অসুখ,
তার জামা হয়েছে একটা, এবার পূজোয়।
তোমার হয়েছে চারটে।
...

খোঁজা

তোমার দিকে তাকিয়ে থাকব সারাদিন-
এই ভেবে যেই চোখ খুলি,
কই! তুমি কোথায়?
...

আমন্ত্রণ

চারাগাছটা
আলোতে চোখ মেলল
বাতাসে দুহাত ছড়াল
তারপর মাথার উপর
...

মৈত্রী এক্সপ্রেস

হরিদাসীর সকাল থেকেই মন খারাপ।
রাণাঘাটের কিছু দুরে তার বাড়ি,
ছোট্ট একটা গ্রামে
রেল লাইনের কিছুটা দূরে,
বাড়ি থেকেই ট্রেন আসার শব্দ যায় কানে।
...

এবার পূজোয়

"এবারের পূজোতে ওরা আসবে না জানো",
বৃদ্ধা বিছানার চাদর পাল্টাতে পাল্টাতে বললেন
চেয়ারে বসা স্বামীকে, সকাল বেলা।

যাবি?

ভাবছি বেরোই
একা না তোকেও নেব, চল।

কোথাও যায় যে রাস্তা
সে রাস্তায় হাঁটব না।
...

ওঁরা দুজন

যৌবন কালে যাঁরা দুজন দুজনকে বলেছিলেন
"তোমায় ছাড়া বাঁচব না"
তাঁদের একজন icu-তে, আরেকজন
নার্সিংহোমের ওয়েটিং রুমে বসে।

অধরা

আমি ভাগ্যের সাথে লড়াই করেছি
নিজের সাথে লড়াই করেছি
সময়ের সাথে লড়াই করেছি

সব জানি

একটা মস্ত মাকড়সার মত ভুল
অনেকগুলো ছোট ভুলের জাল বিছিয়ে

বোতাম

সারাদিন হেলতে দুলতে যাচ্ছি
এটাই অভ্যাস এখন।
জোরে হাঁটতে গেলেই ধাক্কা লাগে

সারা সন্ধ্যে তুমি

তখনও সন্ধ্যে নামে নি।
কি জানি কেন হঠাৎ খেয়াল হল
তোমায় দেখব।

ভাবতে ভাবতে সারাটা আকাশ কি করে তুমি হয়ে গেলে
বাতাসও যেন রপ্ত করে এল
তোমার হাতের ছোঁয়ার মত ছোঁয়া
গাছের পাতার মর্মরে বাজল তোমার কণ্ঠস্বর
আমি বললাম, "তুমি?"
দোয়েল শিস দিল-
"হ্যাঁ গো, আমি আমি আমি।"

মায়া

ঘাসের মূলের সাথে -
যে মাটি, যে জল, যে সোঁদা গন্ধ
তারই কথা বলি
সে আমার চিরন্তন।
...

A saint and a young man

The train was about to start.
A young man was sitting on a window seat
Opposite of him was a saint.

তর্পণ

মা, আমি তর্পণ করতে গেলাম না।
আমার হৃদয়তটের অববাহিকায়
তোমার স্মৃতির ধারা অবিরাম,
তারা বুকের দু-পাড়ে ধাক্কা দিয়ে
...

লুপ্ত

ভোরের শিশির মিলাচ্ছে পদ্মের গা থেকে
ধীরে ধীরে, সূর্য্যতাপে।

পদ্ম কেঁদে বলল, "এই কি শেষ?"
...

হঠাৎ

তুমি ভয় পেয়ে গেলে না
লোভে পড়ে গেলে?
হঠাৎ দিক বদলালে যে?
...

আমায় নামিয়ে দে

আমি তোর নৌকায় আর ভাসব না
আমি অন্য নৌকায় উঠব
তোর চোখে দেখছি তীরের তৃষ্ণা

তথ্য

লোকটার মাথা ভর্তি তথ্য,
সেই নিয়ে সে শুতে যায়, সকালে ওঠে,

না-চেয়ে

সারা জীবন ধরে অনেক কিছু চাইলাম,
জোর করলাম।
তার বেশির ভাগেরই-
...

ভুলছি না...উঠছি না...

তোমার লাঠি ভুলবে, জুতো ভুলবে
ঊর্দি ভুলবে, ভাঙা আলো ভুলবে
আমি ভুলব না।
...

হোক কলরব

ওই দেখ ওরা আসছে...
দিনের আলো নেভাবি কি করে?

ছেলেটা- মেয়েটা

ছেলেটা আর মেয়েটা ভালবেসে বিয়ে করল।
দিন গেল
ছেলেটা মেয়েটাকে ছাপিয়ে অনেক এগিয়ে গেল
অনুভবে চিন্তায় সৃষ্টিতে।
...

হুঁ!

আগে পিছনে ক্যামেরা লাগানো থাকত
ধর্মের শাসনের-

কবীর দোঁহা

এ ভীষণ দ্বন্দ্ব রাজা রাম
যে কেহ পারে
সে করুক ইহার অবসান।

ব্রহ্ম বড় অথবা যেখান হইতে তাঁর বিকাশ?
বেদ বড় অথবা যাঁহা হইতে তাঁর প্রকাশ?
মন বড় অথবা যাহা সে করে বিশ্বাস?

রাম বড় অথবা রামকে যিনি জানেন
কবীর ফিরিছে ঘুরিয়া, বোঝা ভীষণ শক্ত
তীর্থক্ষেত্র বড় অথবা প্রভুর যিনি ভক্ত?

[sabda 112]

 

 

ভাবনা

শরীরকে মনের হাত ধরতে দিই না,
বরং মনকে বলি শরীরের হাত ধরো।
...

একটা উপড়ানো গাছ

রাস্তায় একা হাঁটছিলাম
জঙ্গলের ধারে পেলাম একটা উপড়ানো ফুল গাছ।
...

কবীর দোঁহা

তুমি আপন প্রভু বিনা
শুধুই বলদ, ঘানি মালিকের কিনা।
...

দোলনা

তুমি দোলনায় দোলো
আরো দোলো

ভাত

চালের কৌটোর দিকে চেয়ে
    ভাতের হাঁড়ি।
ভাতের হাঁড়ির দিকে চেয়ে
    হাতা।
...

বিশ্বাসঘাতক

কেউ বুকে আগুন জ্বেলে দগ্ধে গেল?
তুমিও সেই জ্বলন্ত আগুনে
তোমার মশালটা জ্বালাবে?

অভিমান

বুকের মধ্যে একফালি হৃদয়
আমার মুখের দিকে তাকিয়ে,
অভিমানের সুরে জিজ্ঞাসা করল-
...

বলা কথা

অনেক কিছু বলতে হয়তো,
কিন্তু বলতে পারোনি।
...

কবীর দোঁহা

বাজার মাঝে পড়ল হীরে
ঝেঁটিয়ে নিল আস্তাকুঁড়ে
অজ্ঞ গেল অবহেলে
জহুরী তারে নিল তুলে।।

বাউল

মন ফিরছে জানলার পাশে
রাস্তার দিকে।

কোনো চেনা বাউলের সুর শুনেছে কি?
...

আলাদা

তুমি যে ভাবে বোঝো,
আমি সে ভাবে না বুঝলেই, আমি ভুল?
...

স্পর্ধা

একজন এসে বলল, "এই নাও বোমা, মারো সেখানেই, যেখানেই দেখবে অন্যায়!"
আমি বললাম,"না"।
সে ফিরে গেল।
...

তাই কি?

তুমি ভাবো চাইলেই ভালবাসতে পার
  যাকে খুশী
    যখন খুশী
     যেমন খুশী।
...

অহল্যা

তোর সাথে যখন কথা বলি
তখন কথার তলার কথা গুলোও বাইরে বেরিয়ে আসে
যাদের অনেককেই আমি চিনি না
...

কি করে যে পারিস

আমার গায়ের পোড়া গন্ধ
     তাও ভালবাসিস!
কি করে যে পারিস রে
     তুই কি করে যে পারিস?
...

আদালত

মাথার ভিতর আদালত,
রাম শ্যাম যদু মধু আসামী
তুমি বিচারক, তোমার মন উকিল।
...

কার কবিতা?

আমি কবিতা পড়ার সময় কবির নাম দেখি না
তা শক্তির কি সুনীলের বা শঙ্খের কি জয়ের,
কি অখ্যাতনামা কারোর।
...

কবীর দোঁহা

হীরে না ভাঁড়ারে পাস
চন্দন না পাস ঝোঁপে ঝাড়ে
সিংহ কি রয় ভেড়ার পালে?
না সাধুকে পাস কোলাহলে।।
...

দরকার ছিল না

খুব নামী প্রাইভেট হাসপাতাল।

হার্টের যে অপারেশনটার দরকার ছিল না,
ডাক্তার সেটাই করলেন।
...

যে শুধুই নীল

আমায় বিশ্বাস কোরো না,
জানি না সে বিশ্বাস আমি
    রাখতে পারব কি না।
...

খণ্ড ও অখণ্ড

এক ঘটি জল পুকুর থেকে তুলে পাড়ে রাখলাম কি ঘরে আনলাম।
কেউ বলল তাকে ঘটির জল আবার কেউ বলল পুকুরের জল। দু’জনেই সত্যি। তবে যে বলল পুকুরের জল সে আরেকটু বেশি সত্যি। আমার যে চেতনা, তা খণ্ড চেতনা। মূল যে অখণ্ড চেতনা তার অংশ।
...

মুনিয়া

মেয়েটা যখন নামল ধুপগুড়ি স্টেশানে
তখন দুপুরের মধ্যভাগ।
তার কোলে একটা তিন বছরের ছেলে
হাতে একটা সস্তা সুটকেশ।

খোঁজ

সকাল সন্ধ্যে তারই খোঁজ

শিক্ষক

একজন মানুষ প্রদীপ জ্বেলে বসেছিলেন,
তাঁর নিজের জন্য না, আমার জন্য।

রোজকার কথা

বাচ্চাটা যখন ওর ভাইকে কোলে নিয়ে
ভিক্ষা করছিল-
আমি তখন ট্রেনে জানলার ধারে

সব পাল্টে

আগে থেকেই আগের কথা জানার ইচ্ছা।
কেন?
এখনকার কথা কি সব বাসী, পুরোনো?
...

কবীর দোঁহা

লোহার তরীতে চড়ি, তাহাতে পাথর ভরি।
মাথায় লয়ে বিষভার, যাইতে চায় নদী তরি।।

কবীর দোঁহা

ত্রিজগৎ এক কারাগার, পাপ পূণ্য যার জাল।
সব জীব হল শিকার , শিকারী এক মহাকাল।।

পাল্টাও

আমার ঠোঁটের কাছে ঠোঁট এনে ফিরে গেলে
বললে, মাজনটা পাল্টাও।
...

মাননীয় ধর্মাবতার

মাননীয় ধর্মাবতার,
আপনার দেশে শাস্তির বহর আছে বটে!
চুরি ছিনতাই খুন অপহরণ ধর্ষণ
...

তুমি আসবে বলে

সব আগোছালো করে বসে ছিলাম,
তুমি আসবে বলে।

যা চাইবি

যা চাইবি, মনটাকে বড় করে চা,
নয় তো দেখবি,
যত বড় জিনিসই পাস,
হবে তুচ্ছ তোর ছোট মনের কাছে এসে।
...

চোখ

চোখ নিয়ে কবিতা অনেক পড়েছি,
গানেও শুনেছি।
বুঝলাম তোকে দেখে
আগুন কেমন বিনা শিখায় পোড়ায়।
পুড়ছি রোজ চুপ করে।

ভাবি তোর আসার পথ বন্ধ করে
বাঁচার পথ খুঁজি।
হয় না।
চোখ বুজেও যে চোখের দৃষ্টি বুকের কাছে বিঁধে, তার দাবি - সর্বনাশ!

নিরাসক্তি

সন্নাসী বক্তৃতা দিচ্ছেন-
সবার মধ্যে ঈশ্বরকে দেখার কথা,
নির্লোভত্বের কথা, ত্যাগের কথা, প্রেমের কথা
যা শাস্ত্রে বলেছে!
...