সৌরভ ভট্টাচার্য
21 September 2014
তোমার লাঠি ভুলবে, জুতো ভুলবে
ঊর্দি ভুলবে, ভাঙা আলো ভুলবে
ঊর্দি ভুলবে, ভাঙা আলো ভুলবে
আমি ভুলব না।
ভেজা রাস্তা ভুলবে, বৃষ্টি ভুলবে
ক্যামেরা ভুলবে, ব্রেকিং নিউজ ভুলবে
ক্যামেরা ভুলবে, ব্রেকিং নিউজ ভুলবে
আমি ভুলব না।
আমার গায়ের থেকে লজ্জা খুলেছে
চোখের থেকে স্বপ্ন ঝরেছে
বুকের ভিতর পালটে যাচ্ছি
চোখের থেকে স্বপ্ন ঝরেছে
বুকের ভিতর পালটে যাচ্ছি
আমি ভুলতে পারি না।
একটা মোমবাতি জ্বেলে নাভির উপর রেখে
তোমার দরজার সামনে শুয়ে থাকব নগ্ন হয়ে
যাতে আমার গোপন অঙ্গ আর বুক দুটোই স্পষ্ট দেখায়
তোমার চোখে
মারবে?
এসো...আমি শুয়েই আছি
আর সব ভুললেও এটা ভুলো না
আমি উঠছি না...
আমরা উঠছি না...
ভয় পাচ্ছি না...।
তোমার দরজার সামনে শুয়ে থাকব নগ্ন হয়ে
যাতে আমার গোপন অঙ্গ আর বুক দুটোই স্পষ্ট দেখায়
তোমার চোখে
মারবে?
এসো...আমি শুয়েই আছি
আর সব ভুললেও এটা ভুলো না
আমি উঠছি না...
আমরা উঠছি না...
ভয় পাচ্ছি না...।