Skip to main content
 
মন ফিরছে জানলার পাশে
রাস্তার দিকে।

কোনো চেনা বাউলের সুর শুনেছে কি?

নাকি তার ভিতরের বাউল
 
বাইরের আকাশে উড়ে যাওয়া বকের
ডানার শব্দ শুনতে পেল?

কি করব?
জানলা খুলে উড়ে যাব?
বসবো গিয়ে মেঘের কার্ণিশে, আলগোছে?

নাই বা জানলাম, সে মেঘ বর্ষার না শরতের?
শুধু ভাসতেই তো চাই
বাউল মনের নীলে।

তারপর যেখানে নিয়ে যায় যাই-
ঘর তো চাই না, সুর যদি পাই।
 
 
(ছবিঃ সুমন দাস)

Category