Skip to main content
যা চাইবি, মনটাকে বড় করে চা,
নয় তো দেখবি,
যত বড় জিনিসই পাস,
হবে তুচ্ছ তোর ছোট মনের কাছে এসে।
 
যা চাইবি, মনটাকে বড় করেই চা,
দেখবি যা পাবি, সে যতই হোক তুচ্ছ
 
তোর প্রাণে আসবে সাত রাজার ধনের সমান হয়ে, 
শুধুই মনের গুণে।
 
 
তাই বলছি,
যাই চাস, আগে মনটাকে বড় করেই চাস।

Category