Skip to main content

বন্ধন

কেউ বললেন, আমিষ খেওনা
তাতেই পাবে পথ।

কেউ বললেন কামিনী-কাঞ্চন করো ত্যাগ
তাতেই পাবে পথ।
...

আমার এই একটি কুঁড়ি রইলে বাকি

গীতায় শ্রীকৃষ্ণ বললেন, বাপু তোমায় নিজেকে নিজের best friend হতে হবে।
   শুনেই খটকা লাগল। তবে কি আমি নিজে নিজের বন্ধু হতে পারিনি? না সত্যিই পারিনি। শরীরকে যে ভাবে ইচ্ছামত কাজে লাগানো যেতে পারে, মনকে সেভাবে পারে কি?
- না পারে না
- কেন পারে না?
...

দান

গাছের গায়ের আঁশটা ছাড়াও,
প্রথমটায় না
দ্বিতীয় কি তৃতীয় আঁশের সাথে হাতে
লাগবে রস।
...

অমুক-তমুক

এইতো আমি রাস্তায়।

আমার-
অমুকের মত চশমা
তমুকের মত জুতো
অমুকের মত জামা
...

শাসন

সংসারে সব শাসনের বড় শাসন,
প্রেমের অনুশাসন।
...

দেওয়াল

আমি পূবদিকের দেওয়ালে
আমার আর আমার সুখী পরিবারের
ছবি আটকেছি।
...

সর্বনাশী

তোর ঠোঁটের প্রশ্রয়ে
  আর  
চোখের শাসনে
নাজেহাল আমি।
...

গেল দিন

দম দেওয়া কথা বলা পুতুলগুলো
একই কথা বলে চলেছে-
সারাদিন   সারাদিন   সারাদিন।
...

ঋণ

কালো মেঘ যতই ঘটা করে আসুক,
সবার শেষে তাকেও ফিরিয়ে দিয়ে
...

কাকে বলে সুখ?

সবার আগে, সব দাবীগুলো তুলে নাও
রাম শ্যাম যদু মধুর ওপর থেকে
এমনকি নিজের শরীরের মনের ওপর থেকেও
...
Subscribe to