সৌরভ ভট্টাচার্য
13 March 2015
কে যেন বলে
বেশ জোরের সাথে বলে
আত্ম-বিশ্বাসের সাথে বলে
আমার কানে কানে বলে
তৈরী তো?
ভিতর থেকে বলে
ঝড়ের রাতে বলে
বসন্তের মধ্যরাতে বলে
গ্রীষ্মের দুপুরে বলে
তৈরী তো?
বিশ্রামের আঁচল সরিয়ে বলে
শ্মশানের ধোঁয়ার সাথে বলে
সূর্যাস্তের রাঙা আকাশে বলে
মাঝ পথে হাসি থামিয়ে বলে
তৈরী তো?