Skip to main content

সবাইকেই একই রকম দেখতে
রিকশাওয়ালা, মিস্ত্রী, সব্জীওয়ালা
এরকম আরো অনেকের মুখগুলো
আলাদা করে চিনতে পারি না
তাকানো হয় না কখনো ভাল করে
লুঙ্গি পরা, কালো গায়ে গেঞ্জি অথবা জামায়
সবাই একই রকম
আমার মানিব্যাগের সাথেই সম্পর্ক ওদের

ওরা ধূলোর মত
ধূলোতে ধূলোতে আলাদা করেছে
                      কে কবে?
আর দরকারই বা কি?
ভোটে তো দাঁড়াচ্ছি না
যে ধূলো ভিজিয়ে কাদা বানাতে হবে!

Category