পাকচক্র
তুমি মোহঘূর্ণীর পাকচক্র নও। তুমি ভোগ্যও তো নও। নও তুমি ধুলোঝড়ের মত আচমকা আসা উত্তেজনা।
তুমি আমার একমাত্র শান্তি-সরোবর
আমার নগ্ন-আত্মার শেষ আশ্রয়স্থল
আমার প্রেম -
স্নিগ্ধ ভোরের শুকতারা
পূর্ণতা আর শূন্যতা
নিত্য নতুন ফুল ফোটেনা
নিত্য নতুন ফুল ফোটেনা
ফুল যা ফোটে একই
দেখার চোখে নতুন রে সে
সময় বলতে যা বুঝিস
সেও মন না থাকলে ফাঁকি
একা দাঁড়ানোরও
একা দাঁড়ানোরও ছন্দ আছে
কালের স্রোতে ভাসতে ভাসতে
নিজের বুকেই দোসর যাচে
(ছবিঃ সমীরণ নন্দী)
মৃত্যু নিশ্চিত
মৃত্যু নিশ্চিত, জীবন অনিশ্চিত
অনিশ্চিতকেই বুকে জড়ালাম
মৃত্যু খুঁজে নেবে আমায় সময় হলেই
জ্বলন্ত লাভার অদম্য ইচ্ছা-বীজ
বুকে বসালাম
আলগোছে কিছু সময় এসে পড়েছিল
আলগোছে কিছু সময় এসে পড়েছিল
হিসাবি আলমারির চাবি হেরে গেল
ধুলোর পরে ধুলো জমে থাকা আলপনাও
উড়িয়ে নিয়ে গেল দমকা হাওয়া
অথচ আমি ভেবেছিলাম,
আমি তৈরী ছিলাম
পুরোনো বেণারসীর গায়ে
পুরোনো বেণারসীর গায়ে এখন শুধু ন্যাপথলিনের গন্ধ
চেনা কথাগুলোর শূন্য নীড়ে
মড়া কাঠখড় ছড়ানো
সিঁড়ির দরজাও বহুকাল আছে বন্ধ
তুমি সুন্দর
তুমি সুন্দর
তোমার দিকে তাকালে আমি সুন্দর
তাই ঝাঁপাই না
তাকিয়ে থাকি
তাকিয়েই থাকি
হ্যাপি মাদার্স ডে নয় তো
আজ হ্যাপি মাদার্স ডে নয় তো আমার
মিথ্যা কথা ওসব তোমার,
সে কি ছিল মাটির দূর্গা?
যে একবার তারে দিয়ে বিসর্জন
বলব, আসছে বছর আসছে আবার!
নির্দিষ্ট গন্তব্য থাকে
সব রাস্তারই একটা নিজস্ব নির্দিষ্ট গন্তব্য থাকে
তোমার সাথে তা নাও মিলতে পারে
রাস্তার সাথে ঝগড়া বাধিয়ে লাভ নেই
তুমি চাইলে নিজেকে পাল্টালেও পাল্টাতে পারো
সে চাইলেও কি আর কখনো পাশ ফিরতে পারে?