তবু সাগরতীরে এসে দাঁড়াও
তবু সাগরতীরে এসে দাঁড়াও
দু'হাত প্রসারিত করো
দেখো, এখনো দিগন্ত আলিঙ্গনে ধরা দেয়
নোনা বাতাস পরম স্নেহে
চোখের নোনা জল মিলিয়ে নেয়
রাস্তা থেকে না সরে দাঁড়ালে
রাস্তা থেকে না সরে দাঁড়ালে
সময়ের পথে
মাইলস্টোন হয়ে থাকবে
যে যাওয়ার সে যায়-ই
স্রোতের বাধা তৈরী করলে
তোমাতে ঠেকে
শুধু নতুন একটা বাঁকের জন্ম হবে
যেন কিছুই হয়নি
যেন কিছুই হয়নি
এমন অনায়াসে হেঁটে গেলে
এই অনায়াস কত আয়াসের ফল!
তুমিই জানো
শুধু দেখলাম, নিজেকে লুকিয়ে
নিজেকেই ছিঁড়ে নিলে
জীবন
জীবন
শাঁখের খোলে অসীমের নিনাদ
যদি কান পাতলে - তো শুনলে
নয় তো দেখলে
সারা গায়ে শুধুই
দাগের উপর দাগ
নিজেকে দিই নি
নিজেকে দিই নি
তাই পাইওনি
দেওয়ার কথায় এড়িয়ে গেছি
তাই বুকে এত কৈফিয়ৎ জমে
সময়ের স্রোত সংশয় আবর্তে আটকে
কেন বলোনি তুমি এসেছো
আশ্চর্য উপাখ্যান
উদাসীনতা
হাজার ঘষলেও যায় না
কিছু কথা তবু যেন বলা হয়নি
কিছু কথা বলা কখনো হয় না
মনের তলানিতে আটকে
কড়া পড়া কড়াইয়ের মত
হাজার ঘষলেও যায় না