বুকের মধ্যে কুলকুল শব্দ
বুকের মধ্যে কুলকুল শব্দ
অর্থ নেই, গতি আছে
জিজ্ঞাসা নেই,
সুর আছে, ছন্দ আছে
আর আছে স্মৃতির পাথরে পাথরে
শ্যাওলা জমা অভিমান
বুকের মধ্যে স্রোতের প্রশান্তি
শীতল জলে ভাসা কয়েক টুকরো সময়ের নুড়ি
এই তো জীবন। বেশ আছি।
ক্ষণিক
সাড়া দিয়েছি
অধিকার দিই নি
সময়ের স্রোতে ক্ষনিকের কাছে আসা
হাওয়াতে ভাসা তুলোর অঙ্গীকার
হয়তো ভুল ছিল সময়
কাজল মেঘভেজা অন্ধকারে কি হারালে
কাজল মেঘভেজা অন্ধকারে কি হারালে?
রুমাল?
রুমাল হারিয়ো না
রুমালের ভাঁজে অনেক হারানো গল্পের বাসা
দীঘির গভীর কালো জল ছুঁয়ে দিলেই
মনের মধ্যে এক হাঁটুজল কান্না
কিছু পথ
ঝিঁঝিঁর ডাক
ঝিঁঝিঁর ডাক
পথের সাথে আলাপ
যে গেল সে কি ফিরবে?
না বিষন্ন আকাশে থাকবে
গোধূলির বিষাদ প্রলাপ
(ছবিঃ দেবাশিষ বোস)
হত নিজের সঙ্গে দেখা
তাঁর মুখোমুখি সিটটা সব সময়েই ফাঁকা
যখনই চাও বসতে পারো,
হলেই না হয় কিছুটা সময় তাঁর সঙ্গে একা
আর কিছু না
তেমন কিছু না
হত নিজের সঙ্গে দেখা
আদিগন্ত আকাশ
শরীরাধীনতা
গভীর রাতে স্মার্টফোনে অবৈধ ডাক
ঘুমের অভিনয়ে রপ্ত করা চিচিংফাঁক
শরীরের পাশে শুয়ে অদেখা শরীর
ঘামের গন্ধ নেই তবু বেইমানি শিরশির